চুরুলিয়ায় জন্ম তার, দরিদ্রতার সাথে,
জীবন গড়ে আগুনে পুড়ে, আঁধার ভরা রাতে।
মানবতা কাঁদে যখন, অত্যাচারীর দলনে,
দ্রোহের আগুন উঠে জ্বলে, তার শান্ত নয়নে।
ধূমকেতুতে "বিদ্রোহী", শোনায় সিংহের গর্জন,
আঁধার রাতে আলো দেখে, সুবাস বসুর নয়ন।
সেই আলোতে উঠলো জেগে, শৃঙ্খলিত ভারত,
লৌহ-কপাট ভাঙ্গে তারা, পেতে আলোর পথ।
জারি গানে সারি গাথায়, আঁধার গেলো টুটে,
রুদ্রকণ্ঠের প্রেমের গাথায়, সাম্য জেগে ওঠে।
দ্রোহের গানে মানবপ্রেমে, দুখু মিয়া ফোঁটায় ফুল,
জগৎ 'পরে জানতে পারে, দুখু মিয়াই নজরুল।
একাত্তরের মুক্তিযোদ্ধা, জেগেছিল তার গানে,
অরুণপ্রাতের স্বাধীনতা, নাচতো তাদের প্রাণে।
মরা গাছে সোনার ফুল, শীর্ণ দেহে দোলে,
বঙ্গবন্ধু দেখে তারে, বুকে নিল তোলে।
জাতীয় কবি উপাধিতে, ভূষণ দিলো অঙ্গে,
বিশ্বের প্রাণে রইলো জেগে, রইলো মোদের বঙ্গে।