যা দেখি মোর দুই চোখেতে
          সবারে আমি ছন্দে বাঁধি--
পাহাড়-পর্বত,গাছ-পালা আর
          সাগর-মহাসাগর-ঝরণা-নদী!
যা শ্রবণি মোর দুই কানেতে
          ছন্দে বাঁধি যত্নে তারে---
কবিতা হয়ে দেয় যে ধরা
          আমার কোমল হৃদয়-দ্বারে!
ছন্দ আকাশ,ছন্দ বাতাস,
          ছন্দ সকল জীবনময়---
ছন্দে ছন্দে এই বসুধার
          সবকিছু যে যায় হয়ে জয়!
দুরন্ত নদীর প্রবাহমান
          কলতান এবং বেগধারা,
নিবিড় নীলে মিটমিট করে
          যত উজ্জ্বল নক্ষত্র তারা---
সকলই পড়ে মোর করেতে
          ছন্দে ছন্দে পড়ে বাঁধা,
দূরে থেকেও মোর হৃদিমাঝে
          নয় তো ইহা আদৌ ধাঁধা!
সকাল-দুপুর-রাত-দিন-ভোর
          ঘুমের ঘোরে হাসি বা কাঁদি,
যত্ন সহকারে সবারে
          ধরে এনে গো ছন্দকে বাঁধি!


:::-:::-:::-:::-:::-যবণিক:::-:::-:::-:::-


16ই জৈষ্ঠ্য,1412