ছড়িয়ে ছিটিয়ে আছে মেঘ
         অরুণ দিতেছে  আলো,
প্রখর তাপে গা ভিজে যায়
         ঢাকে আদিত্যে কখনও কালো!
আপন--নিজ আবাস হতে
         হয়েছে যে বায় নির্বাসন,
গাত্রে এখন তীব্র জ্বালা
         শ্রান্ত বপু আর ক্লান্ত মন!
একটু অপেক্ষা করার পরেই
         তাকায় আদিত্য নয়ন মেলে,
নদের ঘোলা জলরাশি
         ক্রুদ্ধ হইয়া উঠিছে ফুলে!
ঘর্মে ঘর্মে সিক্ত তনু
         হাতপাখা লয়ে তরুতলে
বসি,গা ঝিমঝিম করি উঠে
         সারাদিন ঘর্ম ঝরিছে বলে!
গ্রীষ্মের প্রখর রৌদ্রে--তাপে
         পরিবেশ নিঝুম--হায় নি:সাড়,
ঠায় দাঁড়ে ওই দ্রুমদল
         রৌদ্রে নিশ্বাসে ওই ঝোপঝাড়!
স্বস্তি নেই আছে অস্বস্তি
         গরমে দেহ-মন টানটান,
এরই মাঝে পেয়ে যাই খুঁজে
         হরষ--পুলকের বিশাল বান!
লোকে বাঁচে না গরমের জ্বালায়
         প্রকৃতি মোকে দিতেছে ধরা,
ওরা দেখেনি সুন্দর দৃশ্য
         আমিই হেরি, কিন্তু মানুষ মোরা!
যতই গরমে করি ছটপট
         ঝরুক যত গাত্রে ঘাম,
হেরিয়া প্রকৃতির সুন্দর দৃশ্য
         পেতেছি প্রখর তাপে একটু আরাম!


-:::-:::-:::-:::-যবনিকা-:::-:::-:::-:::-


29শে আশ্বিন,1411