দপদপিয়ে জোনাই জ্বলে
     তিমির--আঁধার রাতে,
নিজের আলো জ্বালায় নিজে
     আবেগধারায় মাতে!
ঝোপেঝাড়ে বেড়ায় ঘুরে
     পাতার উপর বসে,
কিন্তু আদৌ হেরিনি হায়
     একটি বার সে হাসে!
হারিয়েছে হয় তো আপন প্রিয়া
     রাগ করি গেছে টুটি,
অনুরাগে ছেদ পড়েছে
     বেড়ায় সে তাই ছুটি!
আপনজন হারানো হেতু
    হৃদয় বুঝি তার জ্বলে,
ভিতরের জ্বালা দমিতে তাই
    মিটিমিটি জ্বলিয়া চলে!
নয় তো বা হায় অনুমানি
    এমনটাও তো হতে পারে---
সন্তান হারা জননী সে
    হারানো সন্তান খুঁজিয়া মরে!
ভ্রমিতে ভ্রমিতে স্বস্থান হতে
    বহু দূরে গেছে সে টুটি,
কোন শত্রু--বিপক্ষ হয় তো
    পৃথ্বী হতে তায় দিয়েছে ছুটি!
কোনো না কোনো যন্ত্রনায় যন্ত্রিত
    সেই জোনাকি গো চলে,
চলতে চলতে পথশ্রান্ত সে
    লয় বিশ্রাম আলো জ্বেলে!
মুক্ত মনে ওষ্ঠ নাড়ি
    মোর সনে যদি কইতো কথা,
বুঝতে আমি পারতাম তবে
    হৃদে--মনে তার কিসের ব্যথা!


-:::-:::-:::-:::-:::-সমাপ্ত-:::-:::-:::-:::-:::-


21শে আশ্বিন,1411