আমি এক নারী,
আমি নাকি শুধু পুরুষের ভোগের তরে!
আমার এ জীবন-যৌবন-- শরীরের
প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ নাকি
শুধু পুরুষের স্পর্শের তরে!
আমার এ-শরীর দেখে নাকি
পুরুষের চোখে বয় অনর্গল আবেগধারা!
আমার প্রতিটি শরীরাংশই নাকি
পুরুষ তুষ্টের এক একটা উপাদান!


আমার এ-চোখ দুটো নাকি
শুধু পুরুষের দিকে তাকানোর তরে,
আমার এই তাকানোয় নাকি পুরুষমনে
ঝরে আবেগবরষণ!
এ-চোখ দিয়ে আমি নাকি অসহায়,
দু:খী,অনাথ,হতভাগ্যদের দেখতে
পারব না!


আমার এ-কান নাকি শুধু পুরুষের
কথা শোনার তরে--তার আবেগ-অনুভূতির
শব্দময় প্রতিফলন নাকি শুধু শুনবে আমার কান--
আর অন্যকিছু নয়!
এতে নাকি দু:খী-আর্তনাদের আনন্দধ্বনি
প্রবেশ নিশেধ!


আমার এ-ঠোঁট দুটো নাকি শুধু পুরুষকে
সন্তুষ্ট করে কোমলতা ও অনুরাগ মিশ্রিত
এক আবেগময় চুম্বণে!
কোনো প্রতিবাদের ভাষা প্রকাশে
আমি নাকি এ-ঠোঁট কাঁপাতে পারব না!


আমার এ-শুভ্র দাঁত নাকি শুধু
পুরুষকে তুষ্ট করে এক আবেগময় হাসির দ্বারা!
আমি হাসলে নাকি মুক্তা ঝরে পড়ে!
এ-দাঁত দিয়ে নাকি আমি
শয়তান-রক্তপিপাসুদের মাথা কড়মড় করে
চিবিয়ে খেতে পারব না!


আমার এ-বুকে নাকি শুধু দুই
মাংসপেশী!
এ নাকি তাও আবার পুরুষের ভোগের তরে--
পুরুষতুষ্টের তরে!
বীরত্বপূর্ণ সাহস নাকি এ বুকে থাকা
যথার্থ নয়!


আমার এ-কোমল হাত দুটো নাকি
শুধু পুরুষের হাত ধরার তরে!
আমার হাতের কোমল ছোঁয়ায়
আবেগে মাতবে নাকি ওই পুরুষমন!
এ হাত দিয়ে আমি নাকি
অস্ত্র ধরতে পারব না,
বন্দুক চালাতে পারব না!
এই হাতে অস্ত্র ধরে আমি নাকি
সমাজের শয়তানদের মাথা কাটতে
পারব না---নাকি সমাজের পচা ঘা কেটে
বাদ দিতে পারব না!


আমার এ পা দুটি নাকি শুধু
পুরুষকে সঙ্গ দেওয়ার তরে--
সমানে তার সঙ্গে হেঁটে যাওয়ার তরে!
এ পা দিয়ে আমি নাকি
দুরাচারদের,অন্যায়কারীদের বুকে
মন ভরে একটা লাথি মারতে পারব না!


আমার এ সুগঠিত শরীর নাকি
শুধু পুরুষের তরে!
ও নাকি আমার জীবন খাবে,
যৌবন খাবে,
রক্ত খাবে,মাংস খাবে,
শরীরের প্রতিটি অঙ্গ খাবে!
চিবিয়ে খাবে,
চেটেপুটে খাবে!
আর আমি নাকি কৃতদাসের মতো
অটুট শৃঙ্খলে আবদ্ধ থাকব---
আমি আর কিছুই করতে পারব না!
এ একেবারেই অসম্ভব!!!


-:::-:::-:::-:::-:::-:::-সমাপ্ত-:::-:::-:::-:::-:::-:::-


12ই পৌষ,1423