যৌবন তুমি গ্রাসিলে মোকে
      কলেবরে মোর লইলে ঠাঁই,
উজ্জ্বলতর চিতে হায় করিতে
     প্রয়াসিছ আহর্নিশ সদাই!
  তব পূর্ণরূপ মোর মাঝেতে
  তাই জিজ্ঞাসি আজ তোমাতে
পারিবে কি নিয়ন্ত্রিতে আপনায়
     এ-হেনক্ষণে কোনো উপায় নাই!
যৌবন তুমি গ্রাসিলে মোকে
     কলেবরে মোর লইলে ঠাঁই!


যত দিশি তুমি পশনি, যৌবন,
        ঢের ছিল ভালো মোর হৃদয়খানি,
ছিল না কোনো আবেগ-অনুভূতি
        স্বাচ্ছন্দ আপনায় গিয়াছি দানি!
      ছিল না চোখে রঙিন নেশা,
      স্বপ্ন দেখা ছিল না পেশা,
তুমিই আমার যন্ত্রণা যত
         কেন যে তোমায় লইলাম মানি!
যত দিশি তুমি পশনি,যৌবন,
         ঢের ছিল ভালো মোর হৃদয়খানি!


দানিয়া তোমায় এ জীবনে স্থান
           অজানা মরুতে গিয়াছি মিশি,
তুমি আজ অব্যবহারের পাত্র
           পেয়েছিলাম তোমা এক দিশি!
      খুশিতে-আবেগে ছিলাম ভরপুর
      শ্রবণিয়াছি পদযুগলের নুপূর,
আজ শুধু আবেগ--হাহাকার
           চিত্তে পশেনি আদৌ খুশি!
দানিয়া তোমায় এ জীবনে স্থান
          অজানা মরুতে গিয়াছি মিশি!


কোনো আবদার নহে আর,যৌবন,
           এমনই করিয়াই কাল কাটাও,
আপন শোণিত-অস্থি-মাস নাশি
           পৌঢ়ত্বের পানে ত্বরা যাও!
      যা পেয়েছিলে আজ দূরে তাহা
      দানিত সুখ তোমাতে যাহা,
এখন আর না এগিয়ে আদৌ
          চুপচাপ এক স্থানে বসি রও!
কোনো আবদার নহে আর, যৌবন,
          এমনই করিয়াই কাল কাটাও!


আমার মাঝে তুমি হারা আর
       তোমার মাঝে হায় আমি,
তোমার-আমার আলোচনা
       যায় কখনও বা থামি!
   তোমার বেগ কে করিবে ধারন?
   তাকে তুমি কর গো স্মরণ,
আমি জানি সে আসিবে না কভু
     অনেক গভীরে গেছে সে যে নামি!
আমার মাঝে তুমি হারা আর
     তোমার মাঝে হায় আমি!


-:::-:::-:::-সমাপ্ত-:::-:::-:::-


14ই পৌষ,1423