নবীন সূর মারিছে উঁকি
      খোলো গো দ্বার খোলো,
তাকিয়ে দেখ সামনে তোমার
      নব বর্ষ আজ এল!
নব প্রত্যুষ ভরেছে বায়
     নৃত্যে দ্রুম হের চারিধার,
ধাইছে অলি অণ্বেষি প্রসূণে
     লাগিছে আজ কী চমত্কার!
রবির তেজে সুন্দর সকাল
     কোথায় যে যাবে টুটি,
আর কিয়ত্ক্ষণ সময় পড়ে
     লইবে যে সে ছুটি!
হের উঠি ওই চঞ্চুচালনা
     বিহগের ঠোঁটে চঞ্চু ঠোঁটে,
কেন এখনও শয্যাশায়িত
     গা-হাত-পা সকল গুটে!
লাঙল কাঁধে হাতে ছড়ি
     চলছে ওই যে কিষাণ--চাষা,
ধাইছে সোজা গোরু দুটি
    বুঝি কিষাণের ছড়ির ভাষা!
জাগ জাগ ত্বরা নিদ্রা ভঞ্জ
    শয্যাতে নয় আদৌ আর,
রবির কিরণ মারছে উঁকি
    খোলো গো দ্বার ঘরের দ্বার!
এমন দৃশ্য--এমন প্রত্যুষ
    যদি গো যায় টুটি,
মধ্যাহ্নের তীব্র রক্তিম নয়ন
    উঠিবে যে ধরায় ফুটি!
কী হবে উঠে তখন হায়
    হারিয়ে নববর্ষের সকাল,
অলস যে তার নীকটে ওগো
    লাগে সকলই তীক্ষ্ণ কাল!


-:::-:::-:::-যবনিকা-:::-:::-:::-


1লা জানুয়ারী,2017