"আমি এক শিশিরবিন্দু
       তৃণের মাথার 'পরে
বসে আছি আপন মনে!  
       স্ব স্থান মনে করে।
কিন্তু আমায় যাইতে হবে
       একটু পরে হয় তো ঝরে,
আর নয় তো সূর্যকিরণ
       লইবে আমায় গ্রাস করে!
যতক্ষণ আছি দেখি--
       মেলি নেত্র হেরি চারিধার,
যতক্ষণ আমি আছি হেথা
       সবাই এখানে আমারই আমার!
দীর্ঘ সময় বসার তরে
       যদি পেতাম তৃণের মাথে
এই প্রকৃতির সুন্দর দৃশ্য
       লইতাম আমি হৃদিতে গেঁথে!"
এমন করি শিশিরবিন্দু
       চিন্তা করিয়া সাদা চলে,
হঠাত্ করি দমকা বাতাস
      দিল তারে নিম্নে ফেলে!
এমন করি মানব যৌবন
      জীবন হতে যায় যে ঝরি,
যতক্ষণ থাকে সে--তা
      নেয় জীবনকে আপন করি!
যেমন করি শিশিরবিন্দু
      তৃণ হতে যায় ঝরে যায়,
জীবন হতে রূপ-যৌবন
      এমনই ভাবে যায় চলি হায়!
ছেড়ে চলে নৃত্য করি
      কোন অজানা নবীন দেশ,
যৌবন এক শিশিরবিন্দু
      দ্রুত হয় যে ইহার শেষ!


-:::-:::-:::-:::-যবনিকা-:::-:::-:::-:::-


10ই শ্রাবণ,1412