"আর কতদিন মাটির ভিতর
     থাকব আমি আপনায় ঢেকে,
কবে আমি মৃত্তিকা ফুঁড়ি
     দেখবো দূরের শূন্যলোকে!
সহে না আর দেরি মোর
     কবে হবে মোর আত্মপ্রকাশ,
আমি না গেলে ধরনীর 'পরে
     ঘটবে যে লক্ষ সর্বনাশ!"
এমন চিন্তা করিয়াই চলে
     ফলে চিন্তিত বীজখানি,
জল-আলো-বাতাস আসি
     গেল তারে জীবন দানি!
বলে সে "বাইরে এখন আমি
     ছিলাম এক বদ্ধ কারাগারে,
এবার আমি ফুঁড়ব আকাশ
     রোধ আমায় কে করতে পারে!
এই স্বার্থপর মানবের তরে
     আমার তো এই ধরাতে আসা,
জানি ওরা করবে নির্যাতন
     বুঝবে না মোর মনের ভাষা!
সেই কারাগার আবদ্ধ ছিল
     বাহির হলেম তাকে ভাঙি,
আপন কর্ম করিয়াই চলি
     যাব না তো একটুও থামি!
কয়েদ ভাঙি এসেছি পালিয়ে
     তিন বন্ধুর এক সহযোগে,
কতদিন আর পালিয়ে বেড়াই
     মানুষ কি আর বাঁচতে দেবে!
যদিও কয়েদ থেকে আমি
     কয়েদী গোপনে পেয়েছি ছাড়া,
সামনে মানুষ দাঁড়িয়ে আছে
     হাতে করে লয়ে কুড়ুল খাড়া!


-:::-:::-:::-:::-সমাপ্ত-:::-:::-:::-:::-


10ই জৈষ্ঠ্য,1412