তরুর মাঝে হাজার পত্র
     উঠিছে মর্মর করি,
তারই থেকে কত পত্র
     নিম্নেতে যায় ঝরি!
বৃক্ষের 'পরে পত্ররা সব
     সুখের শ্বাস ছাড়ে,
বৃক্ষের তলে পত্রগুলিরে
     যায় যে সবাই মেড়ে!
শ্যামলা সবুজ পর্ণরা সব
     বাতাসে উঠে মাতি,
আহার তৈরি লয় করে তারা
     জ্বালা আছে উপরে বাতি!
খড় খড় খড় করি উঠে
     শুষ্করা সব সবাই মিলে--
পড়ে থাকে অসহায়
     হয়ে থাকে সদা অবহেলে!
কেউ বা ঝরে কেউ বা করে
     বায়ুর সনে মর্মরধ্বনি,
কেউ বা আবার কিশলয়
     যায় হাজার স্বপ্ন গণি!
শুধু তো নয় তরুর মাঝে
     মানবের মাঝেও সকল হেরি--
কেউ শায়িত,কেউ চলমান
     কেউ বা আবার যায় যে ঝরি!
এমনটাই তো ঘটিয়াই চলে
     কাকে তুমি কী আর কবে?
শুধু দাঁড়িয়ে দেখাই সার
     যা হওয়ারই তাই হবে!
        
:::-:::-:::-যবনিকা-:::-:::-:::