চোখ গেল গাছের ডালে
    ডাকছো কেন ওহে পাখি?
কী বেদনা সহিছে তোমার
    বল না ওই দুটি আঁখি?

শ্রুতিমধুর কণ্ঠে কেন
     গাইছো সদা বেদনার গান?
যে সুরেতে হূদয় ভরে
     জুড়িয়ে যায় কোমল প্রাণ

সেই কণ্ঠে কেন এমন
     বেদনার সুর কষ্টে ধর?
বলো না আমায় তোমার ব্যথা
     আজ আমাকে আপন কর!

যাচ্ছো উড়ে?যাওয়ার বেলা
      যাও না বলে গো মোরে
কার অভিশাপে তুমি আজ
      উদাস মনে বেড়াও ঘুরে?

এমন কী দেখেছো পাখি
     তোমার ওই দুটি চোখে
তারই জ্বালা প্রকাশ কর
     তোমার ওই মিষ্টি মুখে?

কোনো কথাই না বলে
     যা!ওই যে উড়ে গেল!
আমার কথা শুনে কি
     মিষ্টি পাখি আঘাত পেল!

ওই দূরে যায়--অনেক দূরে
       তবুও তার মিষ্টি গানে
'চোখ গেল' সুর ভেসে আসে
       আমার দুটি সক্রিয় কানে!

-:::-:::-:::-সমাপ্ত-:::-:::-:::-