এই তো কদিন আগে
    তিনটি ডিম ছিল পড়ে,
ওই বাসায় অদূরে ওই
    হ্যাঁ ঠিক কাকের নীড়ে!

খোলস পড়ে তরুতলে
     কুসুম গেল কোথা!
ওই তো গাছের ডালে
      করে কা-কা-কা!

সদ্য ফোলা গালে
    মায়ে দেয় ঠোঁট পুরি,
এক টুকরো খাবার সে
    লয় একটু একটু সরি!

বাসায় যে পড়েছিল
     অসহায় আর অবহেলে
এখন সে উড়ে বেড়ায়
     কালো ডানা--পাখা মেলে!

ডিম কি আর চিরদিন
      ডিমই রয়ে যায়,
তাহলে কে উড়বে ওই
      স্বচ্ছ নীল নীলিমায়!

ছিল দুই হল পাঁচ
     প্রকৃতির এক নিয়মে,
ফ্যাল ফ্যাল দেখে যাও
      বর্ণিবে এ হায় কেমনে!

-:::-:::-:::-সমাপ্ত-----------