বলতে পারো মরুর হূদে
     শুধুই কেন গো বালি?
মরীচিকা মরুদেশে গো
     কেন যে যায় মিলি?

পূব আকাশে কেন উদে
     গো তপন-দিবাকর-ভানু?
মাঝে মাঝে বৃষ্টি হলে
     কেন দেখা যায় রামধনু?

কেন বালুকায় পূর্ণ আজ
      বল থর সাহার গোবি?
আকাশ হতে কেন বল
      বৃষ্টি আসে না নাবি?

বলতে পারো হিরের মাঝে
    কেন গো এমন দ্যুতি?
কেন বলো গো সাগরতলে
    ঘুরে গো বেড়ায় মোতি?

বলতে পারো কোন সাপেতে
    কেন ঝুন ঝুন করে?
উটপাখি কেন বলো গো
    উড়তে যে নাহি পারে?

কিছু তারা আকাশেতে গো
     কেন হায় চুপ থাকে?
অপরের মতো তারা কেন
     নাচায় না নিজের আলোকে?

শিশির কেন ক্ষণস্থায়ী গো
     তৃণের ওই শীর্ষদেশে?
কেন আমরা জলের 'পরে
     আছি গো সদাই ভেসে?
:::-:::-:::-যবনিকা-:::-:::-:::