তরুর মাথে সহসা করি
      কেন উঠে গো আন্দোলি,
এত দ্রুত নদের স্রোতধারা
      কেন উঠে হায় কলকলি!

ধূলিতে কেন ঢেকে যায় নীলিমা--
       আবরণ হয়ে উড়ছে ধূলি,
চিৎকারিয়া উঠিছে কেন হায়
       মুখ হতে মৃদু মানববুলি!

বিবিধ দ্রুমের বিচ্ছিন্ন সারি
       উঠিছে যে ওই দোলদোলি,
চতুর্দিকে জলধারা ওই
       উঠিছে যে হায় ছলছলি!

কেন নানান তরু হতে হায়
        ফুল-ফল-পাতার অঞ্জলি,
বন্ধ কেন সব জানালা কপাট
         একটিও গৃহ নাই দ্বার খুলি!

বিহগরা কেন ডানা মেলিয়া
       উড়ে যায় উঠি চঞ্চলি,
সারা বিশ্ব এমন করি হায়
       কেন যে উঠে ওই থলথলি!

কেন কুসুম-বাগ ছাড়ি সহসা
        পালায় ছুটি ভ্রমর--অলি,
সবাই কেন সবারে ছাড়ি
         দ্রুত--ত্বরা ত্যাজি যায় পালি!

সবাই কেন ওই উঠে চিৎকারি
        এ আবার কেমন গীতাঞ্জলি,
সবারই তো গো ভারি হৃদয়
        উঠিছে কেন হায় ফলফলি!

কেন আবার দমকে দমকে হায়
        অম্বু ঝরে ওই ঝরঝর ঝরঝর,
তাই তো বলি আর কিছু নয়
        এ তো উঠেছে এক ভীমতম ঝড়!

---------------যবনিকা-----------