এসো এসো কোকিল এসো
     গান শুনিয়ে যাও---
রঙিণ বসন্তের হরষ আজ
     ভাগ করে গো নাও!
   গান গেয়ে যাও হূদয় খুলি;
   সুরে নাচাও তোমার বুলি,
বসন্তের কেমন পুলক
     আমায় তুমি কও!
এসো এসো কোকিল এসো
     গান শুনিয়ে যাও!

কেন গাও মধুর গান
      আম্রডালে বসি--
শুনাও না গান দয়া করি
      মোর পানেতে আসি!
   ওহে বসন্তের দূত
   অধরা তো মোর ভূত,
তাই বর্তমানেরে আমি
     দিতেছি লাগাম কষি!
কেন গাও মধুর গান
     আম্রডালে বসি!

পাতার ফাঁকে কৃষ্ণ কায়া
      তুমি ঢাকিয়ে থাকো,
রাঙা আঁখে পিটিপিটি
      বসন্তের ছবি আঁকো!
   তোর গীতে আকাশ-বাতাস
   ভরি পুলকে ফেলে শ্বাস--
তুমি তো আনন্দের উৎস
     জানি আমি এক!
পাতার ফাঁকে কৃষ্ণ কায়া
     তুমি ঢাকিয়ে থাকো!

তোমার মধুর কণ্ঠ শুনি
      এই শ্যামল গাঁয়ে বসি--
যাকে আমি প্রসূতিসম
      হূদয় দিয়ে ভালোবাসি!
  বসে এই মায়ের কোলে
  তাকাই আপন নয়ন মেলে,
তোমার সুরে বসন্ত এসে
     নিয়ে যায় মোকে বায় ভাসি!
তোমার মধুর কণ্ঠ শুনি
     এই শ্যামল গাঁয়ে বসি!

------------যবনিকা--------------