রবির আভা এসেছে কমে
     গড়িয়ে এসেছে ওই বেলা,
গাঙচিলেরা নদীর 'পরে
     করে শিকারের সূক্ষ্ম খেলা!

তরুর শাখে আছে বসে
      সবুজ রঙের দু'টি পাখি,
খুশিতে তারা হয়েছে ভরপুর
      পুলকধারা বহে দু'আঁখি!

পুরুষ কহে আপন জায়ায়
      আছে আমাদের তিনটি ছানা,
ওরা তো একদিন বড় হবে
      শূন্য বায় মেলবে কোমল ডানা!

আমি হব বাবা ওদের
      আর তোমায় যে বলবে মা,
তখন আমাদের জীবন পূর্ণ
      খুশির সীমা আর থাকবে না!

স্ত্রী কহে বলেছ গো ঠিকই
      কত আশা মোর এই প্রাণে--
'মা ডাক' কবে শুনবো আমি
      ডাকবে আমায় মোর সন্তানে!

আমরা তো এই ধরিত্রীর বুকে
      সৃষ্টির এক একটি উচ্চ ধাপ,
কেমনে বংশধারা বজায় থাকিবে
      আমরা না হলে মা আর বাপ!

প্রত্যেককে সৃজিতে হবে---
      সৃজিবে সন্তান প্রতি প্রজাতি,
নতুন সৃষ্টির আনন্দোল্লাসে
      উঠবে সবার মন যে মাতি!

একদিন মোরা মরেই যাবো
       বন্ধ হবে মোদের শ্বাস,
সৃষ্টি রবে ধরার বুকে
       তবে যেন তারা না হয় নাশ!

-:::-:::-:::-যবনিকা-------------