এক মুনি বেঁচে থাকে
     ফল-জল আহারে,
শোভিত আছে সে
     দাড়ি-চুল বাহারে!

একদিন এক বাঘ
     তাঁর পানে আসি
বলে মুনিবর আজ
     আঁখিজলে ভাসি!

বহুদিন ঘুরেছি হায়
     এই গভীর বনে,
একটিও মানুষ নাই
     তাই ভাবি মনে!

তোমারে খাইয়া তাই
     বুঝিব নরমাংস স্বাদ,
দয়া করে মুনিবর
     দিও না গো অপবাদ!

মুনি বলে বহুকাল
     ফল-জলে আছি,
মাংসাশী হয়ে আজ
     থাকব তো বাঁচি!

তুই কাছে এসেছিস
     চিন্তা কী বল আর
দাঁড়িয়ে সামনেতে মোর
     তুই তো আমার আহার!

বাঘ কাঁপে থর থর
    ভয়ে দেয় ত্বরা ছুট--
মনে হয় কেউ যেন
   পালায় কিছু করে লুট!

-------------সমাপ্ত----------------