কুঁড়ি বলে আজ আমি
       ফুল হতে চাই,
ফুল বলে ফল রূপ
       আমি যেন পাই!

ফল বলে মোর উদরে
       দিয়ো বীজের ঠাঁই,
ঝরে পড়ে ভূমিতে গো
       ভ্রূণ হতে চাই!

যেন জল,আলো,বায়ু
       ধরে ধরে খাই,
ভ্রূণ বলে উদরে আর
       থাকতে পারি নাই!

খুব তাড়াতাড়ি যেন
      স্বয় বাইরেতে বিকাই,
চাবার আগেতে যেন
      সবই কিছু পাই!

চারা বলে হতে চাই
      আমি বিরাট বনস্পতি,
মোর উপর লক্ষ প্রাণী
      কাটাইবে আলো-রাতি!

কতজন ভাগ করি নেবে
       মোর শীতল ছায়া,
অগনন তনুর আবাস
       হবে আমার কায়া!

কত পাখি কিচিমিচি
      করি আসি উড়ি,
পিঠেতে ডানা ফেলি
      উঠিবে ডাক ছাড়ি!

এদের মনের গো সাধ
       যাবে কি পুরণে,
কী জানি,শঙ্কা হয়
       এ তো ভগবানই জানে!

-------------(সমাপ্ত)--------------