চারিদিকে শুধু হাহাকার রব
       সবাই আছে হাত পেতে,
অনাহারে দিন যায় কেটে যায়
       পায়নি অহর্নিশ একবারও খেতে!

অনাহারে দিন চলে যায়
       পায় না কোনো পথ বাঁচিতে,
দুখবালুরাশি তপ্ত হইয়া
       জীবনমরুতে উঠছে যে মেতে!

শুধু চারিদিকে অহরহ শুনি
        চিৎকার আর ক্রন্দনধ্বনি,
বুক ফাটানো যন্ত্রণার কান্না
        দুই কানেতে আমি শ্রবণি!

সবাই মাগিছে হাত পাতি ভিখ
       ঝরাইছে নিশি-দিশি চোখের জল,
তা হেরিয়া নেত্র আমার
       আঁখিলোরে করে যে ছলছল!

এ বলে আমাকে গো দাও
       ও বলে আগে দাও আমায়,
সে বলে আমি সাতদিন অনাহারে
       ক্ষুদ্র হস্তে কী দেব আমি কায়!

হাভাতে এরা--নেই এদের ভাত,
        আশ্রয় নেই--নেই তো আগার!
এদের যন্ত্রণায় যন্ত্রিত গো আমি
        দগ্ধে হতেছি সদা ছারখার!

আমার যন্ত্রণার্ণবও ক্ষেপিয়া উঠিছে
        রক্ষে নেই আর যে আমার,
এদের ব্যথায় ব্যথিত আমি
        জীবনে শুধু আজ হাহাকার!

কেমনে আমি সাহায্যিব এদের--
      কেমনে দেব খেতে গো হায়,
আমি যে নিজে পাইনা খেতে
      আমি যে নিজেই বড় অসহায়!

-----------যবনিকা------------