রবির গড়া 'সোনার তরী'
        নিয়ে বসেছি সবে,
হঠাৎ দেখি লম্পখানি
        একেবারেই গেল নিবে!

লম্বা বাতি জ্বলছিল তায়
      নাই তো তৈল অভাব,
হঠাৎ করে নিভল কেন
      এটা কি তার স্বভাব!

এটি না হয় লম্প মাত্র
      কেরোসিনেতে জ্বলে,
হঠাৎ করি ইহার মতো
      কত মানুষ যায় চলে!

নাই তো কোনো অভাব--
       শক্তি-বুদ্ধি-ক্ষমতার,
সহসা করি দু'টি বাতি
       কেন যে নিভে তার!

হঠাৎ করি দমকা হাওয়া
       নিভিয়ে দিল হায় তারে,
আমায় গ্রাস করে নিল
       ঘুটঘুটে কালো অন্ধকারে!

এমন দমকা হাওয়া তো
       মানুষ আদৌ সইতে নারে,
তাই তো যেতে হয় চলে--
       ছাড়িতে হয় ঘর তারে!

লম্পখানি হঠাৎ করি
       না নিভিলে হায়,
কেমন করে বুঝিতাম
       হঠাৎ, মানুষ কেমনে যায়!

--------------যবনিকা------------

5ই বৈশাখ,1412