ওই-ই-ই দেখা যায় নদীর তীরে
         ছোট্টো ওই একটি গাঁ,
তার ডানেতে পূর্ব দিকে
         আছে যে আমার মা!

আমায় নিয়ে যাবে দাদা
      আমার মায়ের কাছে,
ওই অদূরে নদীর তটে
      আমার মা যে আছে!

একটিবারই গিয়েছিলাম
      বাবা-দাদা-কাকা--সবাই মিলে,
তরপরেতে চলে এসেছি
       আমার মাকে সেথায় ফেলে!

একা একা আছে শুয়ে
      আমার ওই সোনা মা,
আজ আমাকে যেতেই হবে
      কোনো কথাই শুনবো না!

একটি কাঠের ঘর করে
       দিয়েছে মাকে তাতে তুলে,
নীচে দেখি মায়ের উপর
       দাউ দাউ করি আগুন জ্বলে!

তারপরেতে মা যে কোথায়
      আপনাঅপনি গেল মিলে,
বাবা কাঁদতে কাঁদতে দেখি
      হাতটি ধরে মোর এল চলে!

সেই থেকে এই স্বার্থপররা
      কিছুতেই সেথা যায় না,
ওই অদূরে রতন বলে ওই
      ডাকছে আমার সোনা মা!

আমার মায়ের আঁচলতলে
       থাকবো যে আমি ঢেকে,
মায়ের যত আদর-স্নেহ
       গায়ে-মনে-প্রাণে নেবো মেখে!

---তোর মা আর ওখানে নেই
         বাড়ি ফিরে এখন যা!
মিথ্যে বলছ,ওইখানেতে
         ডাকছে যে আমার মা!

-------------সমাপ্ত--------------