ডিম থেকে ফুটে ছানা
      কিছু দিন পরে
দু'দিকে মেলে পাখা
      নীলেতে যায় উড়ে!

মাত্র তো কটা দিন
     থাকে শুধু চিন্তায়,
তারপর তার কেউ
     আদৌ না নাগাল পায়!

গোরু-ছাগ-মহিষের
     সদ্যজাত সব ছানা
ঘন্টা কয়েক পরে লাফায়
     শোনে না কোনো মানা!

চার পায়ে দাঁড়িয়ে নাচে
      এই মাটিভূমির 'পরে,
কত মাঠ-ঘাট-প্রান্তর
      তারপর তারা ঘুরে!

পিপীলিকা ক্ষুদে সাদা
      ডিম লয়ে চলে,
কিছু দিন পরে তারা
      সারে সারে খেলে!

তারা যদি ছন্দে ছন্দে
      এই ধরাতে গো এসে
করে আপন কাজ আর
      যায় হেসে খেলে হেসে

তুমি কেন গো ভ্রূণদশা
      কাটিয়া হেথা এসে
স্রোতহারা নদীর মতো
      মরুতে কেন যাও মিশে?

সবাই জিতে ধরায় এসে,হার
       কেন তবে তোমার বেলা?
কেন তুমি যাও হেরে যাও
       জীবনযুদ্ধ--এমন খেলা?

কেন? কেন? কেন?
   কেন? কেন?
      কেন?
      কেন?
   কেন? কেন?
কেন? কেন? কেন?

--------------সমাপ্ত--------------