আজকাল কিছু আর
ভালো লাগে না ;
সূর্যিমামা ওঠে আকাশ রাঙিয়ে
মন কেমন যেন শূণ্য লাগে
তখন কিছু ভালো লাগে না।
পাখিগুলো ওড়ে
অনাবশ‍্যক কিচিরমিচির করে
তখনও কিছু ভালো লাগে না।
যখন ছোড়দি রেওয়াজ করে
দাদা পায়রাগুলোকে দানা ছড়ায়
আর বাবা আমাকে পড়তে বসায়
তখন একদম ভালো লাগে না।
তারপর বাবা অফিস গেলে
বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে যাই
তখনই ভালো লাগে
খুব ভালো লেগে যায়।