করো আনন্দ খোঁজো আনন্দ
জীবনের প্রতি ক্ষণে ডাকো আনন্দ ;
জীবনটা ভাবো যেন উৎসব
এ ত আমাদের জীবনের গৌরব ;
দুঃখটাকে দূর করে দিয়ে
জীবনটা হোক মহোৎসব।
দুুঃখের ঝড় আসলে পরে
আনন্দ দিয়ে ঢাকতে হবে।
দুঃখ ঝড়ের আভাসটুকু
বাইরে প্রকাশ পাবে না।
দুঃখ সুখ মিলিয়ে জীবন
দুঃখ ত জীবনেরই ধন
তাই দুঃখের ভারে টলবে না।
দুঃখের রোদন গাইলে পরে
লোকের মনে বিদ্রূপ আসে
তাই হেসে হেসে জীবন কাটাও
আনন্দ আছে তোমার পাশে।
সেইজন‍্য হাসতে হবে
দুঃখটাকে দূরে রেখে
উৎসবের ঘোরে জীবন কাটবে
ভুলবে জীবন যন্ত্রণাকে।