অবাক! আমি অবাক!
ভগবানের ছেলে খেলায়আমি অবাক!
জীবেরে জীবন দিয়েছে পিতা জীবনে
দেখিতে পাই না ;
শরীর দেখা যায় হে দয়াময় আত্মারে
কেউ জানে না।
      তাই অবাক হয়ে যাই!
মানুষের বুকে দেবতার স্থান বিবেক
বলে যায় ;
সেই মানুষ হয়ে অমানুষ দানবের
জয় গায়।
মানব জীবন সবার শ্রেষ্ঠ এই মত
সবে কয়;
তবুও পাখি আকাশে ওড়ে মানুষ
ধরায় রয়।
       তাই অবাক হয়ে যাই!
যে জল ধরায় বৃষ্টি ঝরায় জীবন করে
দান
ফুল ফল আর অন্ন দিয়ে পৃথ্বীরে করে
মহান ;
সেই জল কভু প্রলয় হানে রোগেরে
দেয় স্থান।
      তাই এত অবাক লাগে।
শুধু সুখ কেন দাও নাই প্রভু দুঃখেরে
কেন দিয়েছ;
জীবন গড়েছ ভাঙিবার তরে মৃত্যুরে
সাথী করেছ।
      তাই এত অবাক লাগে!
বালকের মত ছেলেখেলা কর তোমার
স্বস্তি নাই ;
ভাঙছ গড়ছ তোমার নিয়মে আর কারও
স্থান নাই।
আমার মনের শত প্রশ্নের উত্তর তুমি
দাও না ;
অলক্ষ‍্যে কোথায় হাসিছ প্রভু দেখিতে
কভু পাই না।
      তাই এত অবাক লাগে।