কে আমি! অভুক্ত নরনারীর
শির যখন অবনত
চোখে চোখ রেখে
বলতে পারে না
"আমি নিপীড়িত ",
ক্ষুধায় অন্ন পায় না
রোগে শোকে কেউ
ওষুধ পথ‍্য দেয় না ;
সেই দেশের মানুষ আমি
যারা অন‍্যায়ের প্রতিবাদ
করতে পারে না।
ভয়!এই চিরকালীন ভয়
আমাদের সত্যকে
রক্ষা করে না
পীড়ন করে যারা
তাদের মুখোশ খুলতে পারে ন।
শুধু মার খায়
আর অপমানিত হয়
তবুও মুখ খোলে না।
হে ভগবান!তবে কেন
আমাদের মানুষ বানালে
অমানবিক অত‍্যাচারে
জর্জরিত করলে?
শক্তি দাও মোদের
প্রতিবাদ করার
পচা কানুন না মানার
শত বছরের পুঞ্জিভূত
আক্রোশে জ্বলে ওঠার।