এ কি রোমাঞ্চ!এ কি রোমাঞ্চ!
এ বুঝি মায়ের আসার আনন্দ!
আকাশে বাতাসে জাগে হিল্লোল
মেঘে মেঘে যেন বাজছে মাদল;
সূর্যের হাসি আধা হয়ে ফোটে
আধা ঢাকা আছে মাদলে।
দোকানে দোকানে বহুজনের ভীড়
চঞ্চল হয়েছে সবে অস্থির ;
উঁচ নীচ ভেদ নাই রে এখন
মায়ের গান গাইছে।
এলো দশভুজা পুত্রকন‍্যা লয়ে ;
অভিনন্দন করি তারে সমাদরে
রোগ শোক জ্বালা দূরে চলে যাবে
মাতার আশীষ পেলে।
বাজছে ঢাক বাজল ঢোলক
পটাকা তুবড়ি ছুটছে;
পৃথিবীর কোলাহলে শিবের ঘুম ভাঙছে।
এসো মা দূর্গা দয়া করো;
ধূলিমাখা পৃথ্বীকে স্নেহ করো;
তুমি এলে তাই রোমাঞ্চ লেগেছে
মানুষজনেরা তোমায় পূজেছে।
দৈত্য অসুর সবে বধ করে
অত‍্যাচারীর দর্প চূর্ণ করে
সুখের আলোয় হাসবে;
দূর্গতিনাশিনী পূজা করে সবে
তোমার আশীর্বাদ নেবে।