আমি আগন্তুক
পৃথিবীর নাট‍্যশালার
জীবনের কৌতুক
অচিন জিজ্ঞাসার।
আমি দোদুল হিয়ার ছন্দ
জীবনের প্রেমে পাগল আমি
যৌতুক আনি আনন্দ।
আমার নিত‍্য নবীন বেশ
কখনও অতি চঞ্চল আমি
কখনও শান্ত বেশ।
আমি কখনও ধ্বংস কখনও মৃত্যু
ভয়ংকরের লীলা ;
করোনার বেশে চলি আজকাল
মরণের বিভীষিকা।
কে আমি কোথায় আমি
জানে না কেউ শুধু জানে অন্তর্যামি;
কখনও আনন্দ কখনও নিরানন্দ
সময়ের মতো চলি।
আমি কৌতুক করি জীবনের সাথে
দুঃখে কিম্বা সুখে ;
আনন্দে বিহ্বল হই
কখনও বা থাকি দুখে।
জীবনের ভাষা জীবনই জানে
আমার ভাষা কেউ বোঝে না ;
দুঃখের দিনে ছড়াই দুঃখ
সুখের সোহাগ জানি না।
আমি অজানা বিজ্ঞানী বলে
কারও বশ মানি না;
বিজ্ঞান মোর পায় না ঠিকানা
আমি আগন্তুক অজানা।