অগ্নিযুগে ভীষন ঝড় উঠল
সে আগুনে ব্রিটিশ রাজ
অনেক জ্বালায় জ্বলল।
নব জাগরণের নতুন জোয়ারে
মাতৃবন্দনা হল দুয়ারে দুয়ারে;
স্বদেশপ্রেমের প্রবল চাপে
বিদেশীরাজের মাথা ঘুরল;
কি হবে কি হবে ভেবে ভেবে
ওরা বিরাট সংশয়ে পড়ল।
ওরা নিয়ম বানাল দাবানর জন্য
আইন কানুন সবই ভারতীয়দের জন্য
দাবানল আরও ছড়িয়ে পড়ল;
আগুনের শিখা হল ঊর্ধ্বমুখী
মহাত্মার ডাকে এল
লক্ষ লক্ষ মানব মানবী;
স্বদেশ মন্ত্রের মালা জপি
"ইংরেজ যাও ভারত ছাড়ি"
লক্ষ কণ্ঠে শোনাল।
বিপ্লবের তরবারি অস্ত্রের ঝঙ্কারি
ইংরেজ পালাল ভারত ছাড়ি।
নেতাজী সুভাষ হুঙ্কার দিল
আন্দামান জয় করে নিল;
ভারতবাসী প্রতীক্ষায় ছিল
নেতাজীর মাথায় মুকুট দেখবে ;
ইংরেজ পালাল ভারত ছাড়ি
ভেঙে চূর হল শৃঙ্খল ভারী।
"বন্দে মাতরম"উঠল ধ্বনি গগন ভেদি
ভারত স্বাধীন হল।