লোকে বলে"ঘরের আগুন
বাইরে না ;
বাইরের আগুন ঘরে না "।
এখন আগুন জ্বলছে বিদেশে
সে আগুন যেন এসে না যায়
আমাদের দেশে।
আগুন! সে ত পোড়ায়
পোড়ে নিজ গুণে;
আগুনের আপন পর জ্ঞান নাই
শুধু পুড়ে যায় এ ভুবনে।
দেশ আমাদের জন্মভূমি
এই মাটিতে জন্ম মোদের
মরণ তারই কোলে,
জন্মভূমি বড়ো স্বর্গের থেকে
তারে বাঁচাব সবাই মিলে।
চৌদ্দ পুরুষের ত্রাতা এ দেশ
পিতৃপিতামহের স্নেহ মাখানো
আমাদের মায়ার দেশ।
"ধর্ম"মানে যে আদর্শ
শান্তি সমৃদ্ধির পথ দেখায়;
আগুন ধ্বংসের পথ দেখায়
শুধু ধ্বংসই করে যায়।