চল চল চল
এগিয়ে যাবার মন্ত্র
নিয়ে এগিয়ে চল;
আপন ধ্বজা উড়িয়ে নিয়ে
শির উন্নত রেখে
এগিয়ে চল।
বিপদ আসবে চোখ রাঙিয়ে
ধৈর্যের সাথে লড়তে হবে।
যখন আসবে তুফান
প্রলয় মহান
জলোচ্ছাসে ভাসবে ধরণী;
ঝড় ঝঞ্ঝা তুচ্ছ করে
নির্ভয়ে কোনো শঙ্কা না করে
ধীর পদক্ষেপে চলতে হবে
নির্ভীক ধমনী।
এগিয়ে চল তোরা এগিয়ে চল
শত বাধা ভ্রূক্ষেপ না করে ;
চলার গতি শ্লথ না করে
হাওয়ার সাথে এগিয়ে চল।
পাহাড় পর্বত লঙ্ঘন করে
শুষ্ক মরু পার করে
এগিয়ে চল তোরা এগিয়ে চল।