আকাশ কেন কাঁদে
ইউক্রেনের যুদ্ধে যখন
মরছে মানুষ লাখে লাখে;;
হাহাকারে ভরছে ভুবন
হিংস্র মানুষ অট্টহাসে
আমরা তখন খেলছি হোলি
ভাগ‍্যের পরিহাসে।
হাসিকান্নায় কাটছে সময়
এই জীবনের অনুরাগে
জীবন যদি লুপ্ত হয়
তখনও কি এ যুদ্ধ থামবে?
আমরা খেলছি রঙের হোলি
ভুবন যেন মাতোয়ারা;
আনন্দের বাণ এসেছে
মত্ত সবাই সুখের বাড়া।