এইটুকু মোদের জীবনটাতে
কত মানুষের আনাগোনা  ;
কিছু তাদের বুঝি আবার
কিছু অজানা।
কিছু তাদের শান্ত শিষ্ট
কিছু প্রচন্ড দুরন্তপনায়;
সাহায্য করে দুঃখীরে দুঃখ দুর্দশায়।
জীবনের আঁধার দিনে
কারা আলো দেখাল
জ্ঞানের আলো আনল তারা
বিশেষ জ্ঞান দেখাল।
অনেক আছে নরাধম
আনে দুঃখ পৃথিবীতে ;
অহংকারে মাতোয়ারা হয়ে
মানুষে শোষণ করে ;
সাধুসন্ত সভ‍্য মানুষ
শান্তির আশা করে।
যারা পায় না সুখ শান্তির বার্তায়
ব‍্যঙ্গ করে ফেরে;
মনুষ্যত্ব হারিয়ে তারা
ভীতি সঞ্চার করে।
ভগবান তাদের শাস্তি দেয়
মানুষের ধিক্কারে;
এই জন্মে অথবা পরজন্মে
তারা শাস্তি ভোগ করে।