নৈরাজ্যবাদ সঙ্গী আমার
কত কিছু চেয়েছি ;
পাই নাই কভু
সে চাওয়া আমার
প্রাচুর্যই শুধু পেয়েছি।
ঘর ভরে গেছে
সোনায় সোনায়
মন বলে কিছু নাই ;
কি পেতে চাই
ভুলে গেছি হায়
মন বলে এসব কিছু নয়।
ধনের প্রাচুর্য ধনীরাই জানে
আমি গরীব দীন হীন ;
চলেছি একা জীবনের পথে
জীবন যেন ভারসাম্যহীণ।
ভালোবাসার বাঁধন কাকে বলে
সে ত জানলাম না ;
ভালোবাসার ঢঙ করেছি আমি
লোকে বোঝে না।
চলেছি একা বিজন পথে
উঁচু নীচু পাহাড়িয়া পথে
কোথায় এর শেষ কিছু জানিনা
চলেছি জীবন স্রোতে।