আলোয় ভরা সোনালী আকাশ
বাতাসে জীবনের ঘ্রাণ ;
এলাম আমি তোমাদের মাঝে
পেলাম নবজীবনের সন্ধান।
পরিচিত জনতার সরণীতে
আমি নতুন এক কৌতুক ;
জন্ম বৃত্তান্ত কিছুই জানিনা
এ প্রাণ যেন কার যৌতুক।
আদি অজানা অন্তের নেই
কোন ঠিকানা
তারই মাঝে চলে জীবন নদী
উৎস কেউ জানে না।
চলতে চলতে আমি পেয়েছি
তোমাদের মাঝে স্থান;
বিস্ময়ে পুলকিত আমি
হল যেন নব উত্থান।
জীবনের উদ্দেশ্য কি
কেন এই সৃষ্টি সবই অজানা
শুধু চলতে হবে নির্দিষ্ট পথে
এই জানাই সব জানা।