আজও বেঁচে আছি ;
উদ্দেশ্য হীন মরুপথে আমি একলা সঙ্গী হীন।
নাই কোথাও এখন আমার সাথী ;
ছিল যারা চলে গেছে তারা আমায় ছাড়ি।
জীবনের পথে বিরহ আসে পিছে রয়ে যায়
সবই;
দুঃখ সুখের জীবনটাতে আশা নিয়ে মোরা
বাঁচি।
অতীত যখন মনে পড়ে যায় বিরহ দংশায়
দুঃখে কাঁদে এ মন আমার সঙ্গীহীনতায়।
জীবনের স্রোত শেষ হয়ে যায় সে কোন শূন্যতায়
সে রূপ তখন লীন হয়ে যায় অবাস্তবতায়