আকাশ তুমি আমার বন্ধু হবে?
যখন প্রভাতী তারা উঠবে
তখন পাখিরা কলরব করে
আমার ঘুম ভাঙাবে;
জানালার পাশে আম গাছটিতে
কোকিল কুহু স্বরে ডাকবে?
রাতের কালো সরিয়ে দিয়ে
নীল আকাশে দিনের
রেখা দেখা দেবে।
ওগো তুমি আমার বন্ধু হও
আমি যে বড়ো একেলা
তোমায় পেলে গানে গানে
কাটবে বেলা।
তারপর দিন গেলে
তারাগুলো একে একে
আকাশের গায়ে জ্বলবে;
তুমি চুমকি বসানো কালো
চাদর গায়ে শুয়ে পড়বে।
আমিও নিদ্রাদেবীকে স্মরণ করব
গভীর ঘুমে চাদর জড়িয়ে
স্বপনের দেশে যাব।