ও আকাশ আমায় ডেক না
ও বাতাস ওকে বলে দাও না ;
যাবার সময় হয়নি আমার
তাই তোমরা ডেক না।
যাবার সময় হয়নি আমার
জীবনে এখনো আসেনি আঁধার
মরণ এসে ফিরে গেল বারবার ;
তাই যাব না ত এখন
ডেক না মোরে এমন
সময় হলে আমার ডাক
পাবে গো তুমি আবার।
এখন নাই নাই গো সময় আমার
তোমার কাছে যাবার
অনেক কাজ আছে করিবার।
তাই ও আকাশ ডেক না
এখন ত যেতে পারব না।
যখন সময় আমার আসবে
তোমরা আমার ডাক পাবে
তার আগে যদি যাই
শরীর আমার ত্রিশঙ্কুর
মত ঝুলে থাকবে।
তাই ডেক না আকাশ
ডেক না এখন আমায়
তোমার ডাক আসলে পরে
মন খারাপ হয়ে যায়।
তারপর যখন যাব তোমার দেশে
তারা হয়ে থাকব ভালোবেসে।