আকাশ জোড়া চিন্তা আমার
কি পেলাম বোঝা দায়;
ক্ষুণ্ন জীবন অশান্ত মন
শুধু বলে নাই নাই;
কেন এই দুর্ভাবনা
কি আমার পাওনা
কত আশা ছিলো
পাওয়া হলো না।
উৎসব করে কেটেছে জীবন
আনন্দই যেন একমাত্র ধন
সঞ্চয় কিছু হলো না;
এখন আকাশ ভরা চিন্তা নিয়ে
উপায় খুঁজে ফিরে
ভাবনার শেষ হলো না।
এবার থাক অত ভাবনা
জীবন তা চায় না ;
ক্ষুদ্র এই জীবনটাতে
আনন্দ করে যা না।
সকালের রবি বলে
জীবনের কত রঙ
মন ভরিয়ে নে না।
আনন্দ আনন্দ
আনন্দ জীবনের সার
আনন্দের দোলায় দোলে পৃথ্বী
আনন্দই আকর্ষণ সবাকার।