আকাশ যখন ডাকে
মনে হয় উড়ে যায়
দিক দিগন্তে চলে যাবে মন
উদার শূন্যতায়।
সূর্যের দেশে যেতে চাই আমি
আলোর রথে চড়ি
হয়তো সেথা হতে দেখব পৃথিবী
সবুজ শ‍্যামল ভূমি।
পবন আসবে বায়ুযানে চেপে
আমারে লইবে হরি
শীতল হইবে শরীর আমার
বাতাসের ছড়াছড়ি।
পুঞ্জ পুঞ্জ মেঘ কালো হয়ে এলে
আমি রব তার সাথী
বরষায় হয়ে সাথী তখন
অকৃপণ দেবো বৃষ্টি।
পুষ্পে ফুলে আর খাদ‍্যের ভারে
হবে নতুনের সৃষ্টি
তাই সঙ্গী হতে চাই সকলের সাথে
মন্থর না হয় দৃষ্টি।
রাত্তিরেতে চাঁদের আলোয়
চাঁদের সাথী হই
রূপালী আলোছড়িয়ে দিলে
পৃথিবী নেচে যায়।
তারারা যখন চুমকি জ্বালায়
আঁধার আকাশের গায়
আমি তাদের সাথী হয়ে
সুন্দরের গান গাই।