ও আকাশ তুমি এতো মৌন কেন
কতো ডাকি তবু তুমি জবাব দাও না কেনো?
থাক, নাই বা বললে কোনো কথা
আমার বক্ষ জুড়ে থাক তোমার নীরবতা।
নিস্তব্ধ থাকব আমি রাতের আ়ঁধারের মতো
জ্বালিয়ে তারা তোমার নীরবতা
ভাঙবে তুমি অবিরত।
তোমার এই নীরবতা রাত্রির গহীনতা
ভেদ করে তখন সূর্য আসবে,
সোনার রথে চড়ে সূর্য আসবে
তোমাকে রাঙিয়ে দেবে।
পাখিরা গান গেয়ে তোমার আকাশ
ভরিয়ে দেবে,
তাদের গানের ভাষায় তোমার
নিঃশব্দতা কি ভাঙবে?
সে গানের সুরে সুরে ফুটবে কতো ফুল
তুমি থাকবে নীরব হয়ে
নিঃশব্দ তোমার জবাব হবে নির্ভুল।