যখন আকাশের পানে চেয়ে দেখি
নাই কিছু নাই ;
বিজ্ঞানীরা বলে নয় শূন্য
পূর্ণ ও যে তবু শূন্য মনে হয়।
ওই মহাশূন‍্যের ওপার হতে
কত পৃথিবীগ্রহ ভেসে বেড়ায়
তার লেখা জোখা নাই ;
অনেক মানুষ মহাকাশে
এলিয়নের মতো
সখ‍্যতার হাত বাড়ায়।
আমরাও একদিন বিজ্ঞানীদের মতো
মহাকাশের পৃথিবী খুঁজব;
জল বাতাস খুঁজে আমরা
নতুন বসতি গড়ব।
এ কি সম্ভব? মনে মনে প্রশ্ন করি
আকাশের দিকে তাকিয়ে ;
তখন রামধনুর সাতটি রঙে
আকাশ গেল ছেয়ে
মনকে দিল ভরিয়ে।
সকালে বিকেলে সন্ধ্যায়
আকাশের কত রূপ দেখা যায়
সে রূপে সবে মুগ্ধ করেছে
চাই না কোনো বৈজ্ঞানিক ব‍্যাখ‍্যা
রোজকার আকাশ রূপসী সেজেছে।