ও আকাশ তুমি অজানা
তুমি অনন্ত যায় না চেনা।
চুমকি বসানো চাদর
তোমার অঙ্গ ঢেকেছে
চাঁদের আলো তোমার
শোভা বাড়িয়েছে।
ও আকাশ তোমার রহস্য বল
বিজ্ঞানী খুঁজে খুঁজে হয়রান হল।
তোমার সীমা বুঝি না
কোথায় শুরু কোথায় শেষ
মানুষ বোঝে না ;
এর বাইরে আরও পৃথিবী আছে
তার ঠিকানা বল না।
কোনো গ্রহের মৃত্যু হলে
শুনেছি আগুন দিয়ে সৎকার কর
সে আগুন ছড়িয়ে পড়ে মহাকাশে
পৃথিবী বোঝে না।