আলো দাও মাগো আলো দাও
আমার ভুবন আলোয় আলোয় ভরিয়ে দাও।
যখন তাকাই আমি উপর পানে
আলোর স্বরূপ আমায় টানে ;
আলো ঝলমল মুক্ত দিনে
তিমির আঁধার অন্ধ করে ;
তাই মাগো আলো দাও
পবিত্রতার আলোর ছটায়
নতুন করে দীক্ষা দাও।
জ্ঞানের মন্ত্র পেয়ে আমি জ্ঞানী হব
সে আলোর রোশনাইতে
ভালোবাসার মন্ত্র পাব;
আঁধার যাবে দূর হয়ে
আলোর শিক্ষা তখন পাব
আঁধার অজ্ঞাতনায় থাকব না পড়ে
মিথ্যে মায়ার অন্ধকারে
আলোপথ চিনিয়ে দেবে
মোক্ষ পাবার শক্তি দেবে।