আলো,কোথায় আলো
আলোকের মুক্তধারায় ভরিয়ে দাও;
আঁধার যেন গ্রাস করে আছে
জ্ঞান দাও।
জ্ঞানহীনতার বেড়ি আমায়
জড়িয়ে আছে
চারিদিকে লোহার জালে
আবদ্ধ দৃষ্টি চলে না যে।
জীবনের অমৃতধারায় মুক্তি দাও
আনন্দধারা বইছে পবনে
দেখতে দাও।
ভুবন ভরা আলোর বন‍্যা
তারি মাঝে স্থান করে দাও;
আঁধার দূর করে এবার
মুক্ত আমি আনন্দ দাও।
বিশ্বভুবন মাতোয়ারা
সেই আনন্দে মাতাল করে দাও;
আলো দাও ওগো আমায়
আলো দাও।