আলো তুমি কে
কোথায় থাক
তোমায় ছুঁতে
কেন পাই না?
তোমার আলোয় সবাই
আলোকিত হয়
তুমি থাক অজানা।
চাঁদ হাসি ছড়ায় আসি
ও আলো কি করে আসে।
আলোর ঝর্ণাধারায় স্নান করে
মন যেন আনন্দে নাচে।
রূপালী ঐ চাঁদের থালা
এল কেন আকাশ ভরা
বল না আলো
কে তোমাকে এতো শক্তি দিল?
ভুবনে সকল বস্তু
কি করে আলোকিত হল।
সূর্য যখন কালো পর্দা
সরিয়ে দিয়ে আলো নিয়ে এল
সুন্দর আলোয় পৃথ্বী উদ্ভাসিত হল;
তখন অন্ধকার সরে গেল
সব দৃষ্টিগোচর হল
কোথায় তুমি লুকিয়েছিলে
তোমার সৃষ্টি কি করে হল
তোমা বিনা আঁধার কেন
অত প্রকট হল।
বিজ্ঞানী বলে সব আলোর
মূল সূর্য
সূর্য থেকেই আলো আসে
পৃথিবী আর চন্দ্র তাই
সূর্যের আলোয় ভাসে;?