জীবনটা ত আমার আছে
আমি থাকি কই;
হাত আছে পা আছে
শরীরের অঙ্গ সব আছে
আমার জায়গা কই।
তারায় ভরা আকাশে
সপ্তর্ষি মণ্ডল জিজ্ঞাসা করে
উত্তর মেলে না।
তারায় তারায় আকাশে
কি প্রশ্ন আসে উত্তর তার
বোঝা যায় না।
জীবনটা যখন শেষ হয়
শরীরটা পড়ে থাকে
আমি যাই কোথায়?
হেথায় বিজ্ঞান আছে
বিজ্ঞানীরাও হেথায় থাকে
উত্তর তবু পাই নাই।
সুখে হাসি দুঃখে কাঁদি
এই হাসিকান্না কার
আমার আমি কাঁদে হাসে?
নাকি এ হাসিকান্না আমার।