আমার ফুলটি তোমার পায়ে
স্থান করে দাও;
এখনো তো তাজা আছে
আর কিছু পরে  শুষ্ক হবে
ঝরবে মাটির 'পরে;
তখন লাগবে না কোন কাজে।
এ ফুলে যতটুকু সুবাস
আছে রঙের সুবাদে ;
লুটায় যেন তোমার পায়ে
নির্বিবাদে।
জানিনা এ ফুল তোমার মালায়
গাঁথা হবে কি না ;
শুধু বলি সে ফুল আমার
যোগ‍্যতা পাবে কি না।
ছিন্ন করে লও গো প্রভু
যদি যোগ‍্যতা না পাই;
আঘাত কর আঘাত কর
দুঃখ যেন পাই।
তোমার মালায় স্থান না পেলে
আঘাতটুকূ রাখব হৃদে
সেই ত আমার মণি হবে
ভুলব না ত্বরায়;
একদিন ও ফুল যোগ্য হবে
পড়বে না ধরায়।