আমি ঝড় আমি ঝঞ্ঝা
আমি তোমার যজ্ঞ ধ্বংসকারী;
আমি মহামহিম মৃত্যুর দূত
কালভৈরবের ধ্বজা ধরি।
পিশাচ পায় না সন্ধান মোর
আমি প্রলয়ংকর অহংকার বিনাশী
যখন পাপের ভারে পৃথ্বী কাঁপে
তখন বাজাই আমার রণভেরি।
আমি হব না পরাজিত
নাচি কালভৈরবের ছন্দে
আপন ধ্বজা উড়ায়ে চলি
মরণের শমন থাকে সঙ্গে।
মহাকালীর পূজারী আমি
খড়্গ ধারন করি
রক্তবীজে ধ্বংস করি
চণ্ড মুণ্ড অসুরদের আমিই হত্যাকারী।
ভগবানের ঘরে অসুরদের রাজ
চলতে দেবো না আমি
তাই হুংকারে কাঁপাই মেদিনী
ভয়ে ভীত নই আমি।