আমার বুকের আগুন লাভা হয়ে
ছড়াল বিশ্বময়;
এলো ঝড় আমফানের মত
এলো যেন প্রলয়।
আগ্নেয়গিরি করে অগ্নুৎপাত
বিদ্রোহী নরনারী;
রুদ্র নাচে ভূতপ্রেত লয়ে
জরায় সঙ্গী করি।
দক্ষযজ্ঞ শেষ হলো বুঝি
ভৈরবের হুঙ্কারে ;
পাগল শিব খোঁজে পার্বতীরে
মরদেহ লয়ে কাঁধে।
আমি খুঁজি মোর পুত্রসোনারে
ওকে নিয়ে গেল ওরা কারা;
ধ্বংস হবে সব মোর অভিশাপে
নরকে যাবে তারা।
শিব খোঁজে তার প্রিয়জনেরে
আমিও খুঁজি তায়;
দুর্বল আমি কান্নায় ভাসি
কেউ নেই অসময়।
হে রুদ্রদেব বাজাও তোমার রুদ্রবীণা
সব ওলটপালট হয়ে যাক;
স্বর্গের সুখ আসুক ধরণীতে
সব দুঃখ চলে যাক।